বগুড়ার আদমদীঘিতে যাত্রীবাহী বাসের সঙ্গে রডবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালক এমরান হোসেন (২১) নিহত হয়েছেন। এতে বাসচালক, হেলপার ও যাত্রীসহ আহত হয়েছেন আরও ১২ জন।
মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে নওগাঁ-ঢাকা মহাসড়কের আদমদীঘি উপজেলা হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রাক চালক এমরান নওগাঁ সদরের কোনাইল গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে। গুরুত্বর আহত তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের আদমদীঘি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে নওগাঁ-ঢাকা মহাসড়কের আদমদীঘি হাসপাতাল গেটের সামনে নওগাঁগামী রডবোঝাই ট্রাকের সঙ্গে ঢাকাগামী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এ সময় ট্রাকচালক এমরান ঘটনাস্থলেই মারা যান।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী জানান, দুর্ঘটনায় কবলিত বাস ও ট্রাক পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।
বিডি প্রতিদিন/হিমেল