কয়েকদিনের তুলনায় দিনাজপুরে তাপমাত্রা কিছুটা বাড়লেও শীতের দাপটে জনজীবন কাবু করেছে। দিনভর দেখা মিলছে না সূর্যের আর ঘন কুয়াশা ও হিমেল হাওয়ার সংমিশ্রণে বেড়েছে ঠান্ডার প্রকোপও। এমন পরিস্থিতিতে সোমবার দিবাগত গভীর রাতে দিনাজপুর সদরের ইকবালুর রহিম এমপির সহযোগিতায় অসহায় ও ছিন্নমূল মানুষের জন্য শীতবস্ত্র নিয়ে পাশে দাঁড়িয়েছে জেলা ছাত্রলীগ।
রাতে দিনাজপুর শহরের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে প্রকৃত শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন তারা।
শীতবস্ত্র বিতরণকালে জেলা ছাত্রলীগ নেতা রক্তিম চৌধুরী, সরকারি কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি উমর ফারুক বাহাদুর, সাধারণ সম্পাদক সামসাদ সাইফ রোহান,পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরমান হোসেন,আদর্শ মহাবিদ্যালয় শাখা ছাত্রলীগের আহবায়ক মির্জা আল ফায়েদ রাদেন, শহর ছাত্রলীগ নেতা অভি রায় চৌধুরীসহ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ