ময়মনসিংহের তারাকান্দায় ফ্যানের সাথে ওড়না দিয়ে প্যাঁচানো নাজমুন নাহার (২১) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকাল ৭টার দিকে উপজেলার কামারিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নাজমুন নাহার তারাকান্দা উপজেলার মাসকান্দা গ্রামের আব্দুল হেলিম মন্ডল ও রিনা দম্পত্তির মেয়ে এবং কামারিয়া গ্রামের শাহীনের স্ত্রী।
তারাকান্দা থানা পুলিশ সূত্রে জানা যায়, বাড়ির লোকজন টের পেয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ফ্যানের সাথে ঝুলতে দেখে নাজমুনকে। পরে তারা থানায় সংবাদ দিলে থানা পুলিশ ঘটনাস্থলে যায় এবং লাশ নামিয়ে নিয়ম মোতাবেক লাশের সুরতহাল করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে তারাকান্দা থানার ওসি ওয়াজেদুল ইসলাম বলেন, মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। লাশ ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল