মেহেরপুরের গাংনীতে বাসের চাকায় পিষ্ট হয়ে মিনুয়ারা খাতুন (৬০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার রাত ৯টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের ছাতিয়ান গ্রামের ব্রিক ফিল্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মিনুয়ারা ছাতিয়ান গ্রামের মৃত হবিবর রহমানের স্ত্রী।
এ সময় প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তা পার হওয়ার সময় কুষ্টিয়া থেকে ছেড়ে আসা মেহেরপুরগামী পরিবহন মিনুয়ারাকে ধাক্কা দেয়। এসময় মিনুয়ারা রাস্তায় ছিটকে পড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিতে ভর্তি করে। তার অবস্থা আশংকাজনক হওয়ায় ক্লিনিকের চিকিৎসক তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। এম্বুলেন্স যোগে কুষ্টিয়া মেডিকেলে নেওয়ার সময় মিরপুর নামক স্থানে তার মৃত্যু হয়। মনোয়ারার মৃত্যুর খবর গ্রামে পৌঁছালে গ্রামবাসী মেহেরপুর কুষ্টিয়া সড়রক অবরোধ করে বিক্ষোভ করে। পরে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে।
গাংনী থানার ওসি তাজুল ইসলাম জানান, পরিবারের পক্ষ থেকে একটি অপমৃত্যুর মামলা হয়েছে। যাত্রীবাহী বাসটির পরিচয় শনাক্ত করা হয়েছে। চালক ও তার সহযোগীকে গ্রেফতারের চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/এএম