বগুড়ার কাহালুতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আবু মুসা (৪৫) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। মঙ্গলবার দুপুরে কাহালু পৌরসভা থেকে অদূরে এ ঘটনা ঘটে। নিহত আবু মুসা উপজেলার মালঞ্চ হাটুরপাড়া এলাকার মইন উদ্দিনের ছেলে। তিনি কাহালুর দূর্গাপুর এনায়েতুল্লাহ মাদ্রাসার দপ্তরি হিসেবে কর্মরত ছিলেন।
কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা জানান, সান্তাহার থেকে ছেড়ে আসা বগুড়াগামী দোলনচাঁপা এক্সপ্রেস কাহালু এলাকায় পৌঁছালে তখন মুসা ট্রেনের সামনে ঝাঁপ দেন। এতে ঘটনাস্থলেই তার দেহের বিভিন্ন অংশ ছিন্নবিচ্ছিন্ন হয়ে মৃত্যু ঘটে।
প্রাথমিকভাবে জানা যায়, মুসা ব্যক্তিগত কারণে মানসিক চাপে ছিলেন। সেই চাপে হয়তো আত্মহত্যা করে থাকতে পারে। এ ঘটনায় রেলওয়ে পুলিশ আইনগত পদক্ষেপ নেবে।
বিডি প্রতিদিন/এএম