ফরিদপুরের চরভদ্রাসনে ফল বাগান করার উৎসাহ বৃদ্ধিতে আমের চারা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে উপজেলা কৃষি দপ্তরের সামনে তিনজন কৃষি উদ্যোক্তাকে এ চারা বিতরণ করা হয়। এছাড়া সার ও অন্যান্য কৃষি উপকরণ বিতরণ করা হয়।
কৃষি উন্নয়নের মাধ্যমে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা জোড়দারকরণ প্রকল্পের আওতায় একক ফল বাগান প্রদর্শনীতে বারমাসি কার্টিমন জাতের এ আমের চারা বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ বিন ইয়ামিন অতিরিক্ত উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি ফরিদপুর ও উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ তোফাজ্জল হোসেন।
বিডি প্রতিদিন/এএ