কিশোরগঞ্জের কুলিয়ারচরে ট্রেনের ১৯টি টিকিটসহ আরমান আলী (৩৫) নামে রেলওয়ের এক খালাসি কর্মীকে আটক করেছে ভৈরব রেলওয়ে থানা পুলিশ। সোমবার বেলা সাড়ে ১২টার দিকে কুলিয়ারচর রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক খালাসি কর্মী আরমান আলী নরসিংদী জেলার বেলাবো থানার বিন্নাবাইদ গ্রামের আইন উদ্দিনের ছেলে। এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জ আলীম হোসেন শিকদার।
জানা গেছে, গত এক সপ্তাহ যাবত ট্রেনের টিকিট কালোবাজারিদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এ সময়ের মধ্যে কুলিয়ারচর ও ভৈরব স্টেশন থেকে তিনজনকে আটক করা হয়। তাদের দেয়া তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে সোমবার কুলিয়ারচর স্টেশন এলাকা থেকে খালাসি কর্মী আরমানকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ব্যবহৃত একটি এন্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়। তার মোবাইল চেক করে অ্যাপসের মাধ্যমে ক্রয়কৃত ১৯টি টিকিট পাওয়া যায়।
এ বিষয়ে খালাসি কর্মী আরমান আলী স্বীকার করে বলেন, গত তিনমাস যাবত তিনি এ ব্যবসার সঙ্গে জড়িত। নিজের নিকট আত্মীয় স্বজনের আইডি কার্ড ব্যবহার করে বিভিন্ন রুটের টিকিট কেটে ক্রয় বিক্রয় করেন।
এ বিষয়ে ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জ আলীম হোসেন শিকদার জানান, কিশোরগঞ্জ জেলার বিভিন্ন রেল স্টেশনে টিকিট কালোবাজারিরা সক্রিয় রয়েছে। এমন অভিযোগ নিত্যদিনের। টিকিট কালোবাজারিচক্র নিয়মিত ব্ল্যাকের মাধ্যমে টিকিট বিক্রি করে থাকে। সোমবার বেলা সাড়ে ১২টায় কুলিয়ারচরে স্টেশন থেকে রেলের ৩৩টি আসন বিশিষ্ট ১৯টি টিকিটসহ খালাসি কর্মীকে আটক করা হয়। স্ত্রীসহ নিকটতম আত্মীয় স্বজনদের আইডি দিয়ে তিনি ঢাকা, কিশোরগঞ্জ, ভৈরব, সিলেট রুটের টিকিট কেটে কালোবাজারে বিক্রি করতেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি প্রতিদিন/এএ