ফেনীতে গাঁজা সেবনের দায়ে তিন মাদকাসক্তকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানার আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার ফেনী শহরের রেলগেট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। এর নেতৃত্ব দেন নির্বাহী ম্যজিষ্ট্রেট মাহমুদা কুলসুম মনি।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. মোজাম্মেল হক জানান, ফেনী শহরে মাদক বিরোধী অভিযানকালে রেল স্টেশন সংলগ্ন স্থান থেকে সহদেবপুর এলাকার মোশাররফ হোসেনের ছেলে বাবু (২৬), পাঠানবাড়ি এলাকার শহিদ মিয়ার ছেলে নজরুল ইসলাম (১৮), ছাগলনাইয়া উপজেলার আবুল কালামের ছেলে আবুল বশরকে (২০) আটক করে তাদের দেহতল্লাশি করে তিনশত গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত তিনজনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাবুকে ৩ মাস, নজরুল ইসলাম ও আবুল বশরকে ৭ দিন করে কারাদণ্ড প্রদান ও প্রত্যককে একশত টাকা করে জরিমানার আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা কুলসুম মনি অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, মাদক নিয়ন্ত্রণে জেলাব্যাপী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিডিপ্রতিদিন/কবিরুল