অবশেষে আইনি লড়াইয়ে নির্বাচনের একদিন আগে নিজের প্রার্থিতা ফিরে পেয়েছেন ফরিদপুরের সালথা উপজেলার বর্তমান চেয়ারম্যান ও ২১ মে অনুষ্ঠিতব্য নির্বাচনের প্রার্থী মোঃ ওয়াদুদ মাতুব্বর। রবিবার সকালে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আপিল বিভাগ তার পক্ষে রায় দেন। ফলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় তার আর কোন বাধা রইলো না।
আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমএ কামরুল হাসান খান (আসলাম)।
সালথা উপজেলা নির্বচানের মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে গত ২৩ এপ্রিল নিজ স্ত্রীর নামে লাভজনক প্রতিষ্ঠান থাকায় বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলার বর্তমান চেয়ারম্যান প্রার্থী মো. ওয়াদুদ মাতুব্বরের মনোনয়নপত্র বাতিল করা হয়। পরে জেলা প্রশাসকের কাছে তিনি আপিল করলে সেখানেও তার আপিলটি খারিজ করে দেওয়া হয়। অপর প্রার্থী ওয়াহিদুজ্জামানকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। এরপর ওয়াদুদ মাতুব্বর মনোনয়নপত্র ফিরে পেতে হাইকোর্টে রিট আবেদন করেন। হাইকোর্ট ৫ মে তার রিট সরাসরি খারিজ করে দেন। পরে ওয়াদুদ মাতুব্বর আপিল বিভাগে আবেদন করেন। ১৩ মে আপিল বিভাগের চেম্বার আদালত তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে প্রার্থিতা ফিরিয়ে দেওয়ার আদেশ দেন। এ আদেশের বিরুদ্ধে অপর প্রার্থী ওয়াহিদুজ্জামান আপিল বিভাগে আবেদন করেন। কিন্তু সে আবেদনে সাড়া দেননি আপিল বিভাগ।
আগামী ২১ মে ফরিদপুরের সালথা উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।