সিরাজগঞ্জের উল্লাপাড়ায় হেরোইন বিক্রির অভিযোগে দুই যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদন্ডাদেশ প্রদান করা হয়েছে। রবিবার দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ (২য় আদালত) আদালতের বিচারক মো. আবুল বাশার মিঞা এই কারাদন্ডাদেশ দেন।
দন্ডপ্রাপ্তরা হলো-সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার এনায়েতপুর গ্রামের মোখলেছ আলীর ছেলে রনি (২৭) এবং একই গ্রামের হাছেন আলী সরদারের ছেলে মো. আজিম (৩০)। সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি জেবুন্নেছা এতথ্য নিশ্চিত করেছেন।
মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, উল্লাপাড়া পল্লী বিদ্যুতের সামনে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে ২০২১ সালের ২৩ অক্টোবর উল্লাপাড়া থানা পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় পুলিশ সেখান থেকে রনি ও আজিম নামে দুই যুবককে আটক করে। পরে তাঁদের শরীর তল্লাশি চালিয়ে ৪৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় উল্লাপাড়া মডেল থানার উপপরিদর্শক শহিদুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন। সাক্ষ্য-প্রমাণ শেষে রবিবার আদালতের বিচারক দুই যুবককে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন।
বিডি প্রতিদিন/এএম