রংপুর নগরী থেকে ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি মো. নাজিবুল ইসলাম ওরফে নাজিমকে গ্রেফতার করেছে র্যাব-১৩ । রবিবার সন্ধ্যায় র্যাব-১৩ উপ-পরিচালক (মিডিয়া) স্কোয়াড্রন লীডার মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।
র্যাব জানায়, মো. নাজিবুল ইসলাম ওরফে নাজিম বিভিন্ন সময়ে ভিকটিমকে প্রেম নিবেদনসহ উত্ত্যক্ত করে আসছিল। এক পর্যায়ে ভিকটিম তাঁর প্রস্তাবে রাজি না হওয়ায় গত বছরের ২০ ডিসেম্বর রাতে নাজিম ভিকটিমকে ফুসলিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে, বসতবাড়ী হতে অনুমান ১৫০ গজ দূরে বাঁশ ঝাড়ের আড়ালে নিয়ে র্ধ্ষণ করে এবং মোবাইলে ভিডিও চিত্র ধারণ করে। পরে ভিকটিমকে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিতে থাকে। আসামী চলতি বছরের ১০ জানুয়ারি ভিকটিমকে একা পেয়ে উঠিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে, ভিকটিম না যেতে চাইলে এলাপাথারী চর থাপ্পর এবং গলা চাপিয়ে হত্যার চেষ্টা করে। পরবর্তীতে ভিকটিমর বাবা বাদী হয়ে দিনাজপুর জেলার পার্বতীপুর থানায় মামলা করেন। মামলার পর থেকেই বিভিন্ন স্থানে আত্মগোপন করে ছিল সে। এরই ধারাবাহিকতায় এক পর্যায়ে তথ্য উপাত্ত পর্যালোচনা করে গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দুপুরে র্যাব-১৩, ব্যাটালিয়ন সদর এবং সিপিসি-১, দিনাজপুর এর যৌথ অভিযানে রংপুর মহানগরীর পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে হতে ধর্ষণ মামলার আসামী মো. নাজিবুল ইসলাম ওরফে নাজিম গ্রেফতার করে। নাজিম পার্বতিপুরের আটরাই এলাকার মাহাবুব আলমের ছেলে। পরে তাকে দিনাজপুর জেলার পার্বতীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম