ফেনীর ছাগলনাইয়ায় বজ্রপাতে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- মাহাদী হাসান (২৫) ও শাহীন মাহমুদ অভি (১৫)। দুপুরে এই ঘটনা ঘটে। মাহাদী ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নের উত্তর কুহুমা গ্রামের মজুমদার বাড়ির আতিকুর রহমান মজুমদারের ছেলে। সে এবছর এসএসসি পাস করে কলেজে ভর্তির জন্য প্রস্তুতি নিচ্ছিল।
অপরদিকে শাহীন মাহমুদ অভি নিজকুঞ্জরা ফাজিল ডিগ্রি মাদ্রাসার ১০ম শ্রেণির শিক্ষার্থী। সে ছাগলনাইয়া উপজেলার দক্ষিণ লাঙ্গল মোড়া ৬ নম্বার ওয়ার্ড জালাল মাস্টার বাড়ির ফজলুল করিমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আকাশে কালো মেঘ দেখতে পেয়ে মাহাদী ও অভি মাঠ থেকে গরু আনতে যায়। এসময় বজ্রপাতে তাদের মৃত্যু হয়।
ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ মো. হাসান ইমাম উপজেলার পৃথক স্থানে বজ্রপাতে দুই শিক্ষার্থীর মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/এএম