নোয়াখালীর উপকূলীয় দ্বীপ হাতিয়ার ঢালচরে ৩০ কেজি হরিনের মাংস, চামড়া ও মাথাসহ চারটি খুরা উদ্ধার করা হয়েছে। রবিবার বিকেলে হাতিয়া কোষ্টগার্ড স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার এম মতিউর রহমানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সদস্যরা ঢালচরে যায় এবং একটি চোরাই চক্র একটি বড় সাইজের হরিণ কাটতে থাকে। এ সময় কোষ্টগার্ডের সদস্যদের অবস্থান টের পেয়ে তারা পালিয়ে যায়।
পরে কোষ্টগার্ড সদস্যরা বাগানের মধ্যে থেকে ৩০ কেজি ওজনের হরিনের মাংস, চামড়া, মাথা ও চারটি খুরা উদ্ধার করেছে। পরে হাতিয়া বন বিভাগের নিকট এই মাংসগুলো হস্তান্তর করা হয়েছে।
স্থানীয়রা ধারনা করছে একটি চোরাই চক্র নিঝুম দ্বীপ থেকে বন বিভাগের অসাধু কর্মকর্তাদের যোগসাজসে হরিণগুলা লুট করে নিয়ে মাংস বিক্রি করছে। গত ১০ বছরে অন্তত শতশত হরিণ এভাবে বিলুপ্ত হয়েছে। এজন্য নিঝুম দ্বীপের হরিণ রক্ষায় বন বিভাগকে আরো উদ্যোগ গ্রহণ করতে হবে।
বিডি প্রতিদিন/হিমেল