ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় বজ্রপাতে মোঃ মামুন মিয়া (২৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি পেশায় একজন দিনমজুর। রবিবার বিকেলে উপজেলার হরষপুর ইউনিয়নের সোনামুড়া গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মোঃ সুলতান মিয়ার ছেলে।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসাদুল ইসলাম জানান, বিকেলে ঝড়ের সময় জমি থেকে গরু আনতে যায় মামুন মিয়া। এ সময় হঠাৎ বজ্রপাতে মারা যান তিনি। পরে পরিবারের লোকজন তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।
বিডি প্রতিদিন/এএম