পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে এক চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনি প্রচারণায় জীবন্ত ঘোড়া ব্যবহারের অভিযোগ উঠেছে।
গত শুক্রবার বিকালে উপজেলার একদন্ত ইউনিয়নের শিবপুর বাজার এলাকা থেকে জীবন্ত ঘোড়া নিয়ে নির্বাচনি প্রচারণা করেন চেয়ারম্যার প্রার্থী সাইফুল ইসলাম কামাল।
রবিবার মোটরসাইলে প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো: তানভীর ইসলাম পাবনার অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট ও রিটার্নিং অফিসার বরাবর এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ষষ্ঠ উপজেলা পরিষদের ৩য় ধাপে আটঘরিয়া উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এই উপজেলা চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে সাইফুল ইসলাম ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন।
অভিযোগে বলা হয়, উপজেলার একদন্ত ইউনিয়নের শিবপুর বাজার এলাকা থেকে জীবন্ত ঘোড়া নিয়ে নির্বাচনি প্রচারণা ও মোটরসাইরেকল শোডাউন দিয়ে প্রচার কাজ চালিয়েছে। যা নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন।
বিডি প্রতিদিন/নাজমুল