অন্যান্য বছরের মতো এবারও সামুদ্রিক মাছের প্রজনন ও সংরক্ষণে বঙ্গোপসাগরে বাংলাদেশের সীমানায় ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিন মাছ ধরা বন্ধ থাকবে। গত ৪ এপ্রিল মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে ওই নিষেধাজ্ঞা জারি করা হয়। সে অনুযায়ী কুতুবদিয়া উপজেলা মৎস্য অধিদপ্তর ইতিমধ্যে সব জেলে ও নৌকার মালিকদের নিয়ে সভা-সমাবেশ, মাইকিং, লিফলেট বিতরণের মাধ্যমে সচেতন ও সতর্ক করছে।
নিষেধাজ্ঞাকালীন এ সময়ে কুতুবদিয়ার ১০ হাজার ৯শ ৫৯ জন জেলে সরকারি সহয়তা পাবে। প্রতি জেলেকে সরকারের পক্ষ থেকে স্থানীয় ইউনিয়ন পরিষদের মাধ্যমে বিনামূল্যে প্রথম ধাপে ৫৬ কেজি ও দ্বিতীয় ধাপে ৩০ কেজি করে মোট ৮৬ কেজি চাল প্রদান করা হবে বলে জানান কুতুবদিয়া উপজেলা মেরিন ফিশারিজ কর্মকর্তা নাজমুস সাকিব।
সরেজমিনে রবিবার বিকেলে উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নের আকবর বলী ঘাটে গিয়ে দেখা গেছে, শতাধিক নৌকা ঘাটে নোঙর করে আছে। কয়েকটি ছোট নৌকা থেকে মাছ খালাস করা হচ্ছে। তারপর মাছগুলো স্থানীয় বাজারে বিক্রি হচ্ছে।
জেলেরা জানান, আজ যুক্ত হচ্ছে সরকারি নিষেধাজ্ঞার ৬৫ দিন। এ দীর্ঘদিনে সংসার চালানোর মত তাদের কোন জমানো টাকা নেই। মাছ ধরা বন্ধ থাকলে মালিকপক্ষও কোন সহযোগিতা করে না। বিগত বছরগুলোতে নানা জটিলতায় ঠিক সময়ে সরকারের বরাদ্দের চাল পাননি। এমন বাস্তবতার মধ্যেই সঠিক সময়ে চাল বিতরণের দাবি জেলেদের।
শুধু তাই নয়, নিবন্ধিত হয়েও নিষেধাজ্ঞার সময়ে জেলেদের হাতে সরকারি সহায়তা না পৌঁছানোর অভিযোগও করেছে অনেকে। স্থানীয় কয়েক জনপ্রতিনিধি তাদের পছন্দের জেলেদের সহায়তা করেন বাকিদের সহায়তা করেন না বলে অভিযোগ তুলেন জেলেরা।
কুতুবদিয়া বড়ঘোপ আজম কলোনীর জেলে মোহাম্মদ সেলিম (৪৫), মোহাম্মদ শাহাব উদ্দিন (৪০), মোহাম্মদ কোখন (৫০) বলেন, আজ থেকে আমাদের নিষেধাজ্ঞা শুরু হয়েছে। জানি না এই ৬৫ দিন কিভাবে কাটবে। প্রতি বছর এই দিনগুলো আসলে আমাদের কষ্টের সীমা থাকে না। সঠিক সময়ে সরকারের বরাদ্দ গুলো যদি দেয় তাহলে মোটামুটি ছেলে মেয়ে নিয়ে কিছুটা হলেও শান্তিতে থাকতে পারবো।
কুতুবদিয়ার ধূরুং ফিশিং বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দীন জানান, ২০ মে (সোমবার) থেকে কুতুবদিয়ার শতাধিক নৌকা গভীর সাগর থেকে কূলে ফিরে এসেছে। তারমধ্য তার নিজের ৬টি নৌকাও রয়েছে। ওই ৬টি নৌকায় ১৩৫ জন জেলের মধ্যে সরকারের সহায়তা পায় মাত্র ৩০ জন। এভাবেই অনেক জেলে পায় না সরকারি সহায়তা। তিনি নিষেধাজ্ঞাকালীন সময়ে এ সহয়তা দেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ করেন।
কক্সবাজার জেলা বোট মালিক সমিতির সদস্য কুতুবদিয়া মলমচরের বাসিন্দা আব্বাস কোম্পানি (৪৫) বলেন, কুতুবদিয়ার শতাধিক নৌকা গভীর সাগর থেকে কূলে ফিরে এসেছে। তারমধ্যে আমার প্রায় ১২টি ফিশিং বোটে ৩৬০ জন জেলের মধ্যে প্রায় ১৫০ জন মতো জেলে সরকারি সহায়তা পায়। এভাবেই অনেক জেলে পায় না সরকারি সহয়তা। তিনি নিষেধাজ্ঞাকালীন সময়ে এ সহায়তা দেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ করেন।
বিডি প্রতিদিন/এএ