হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) সকল অনুষদের ডিন ও চেয়ারম্যানবৃন্দের জন্য ওবিই কারিকুলাম এক্সিকিউশন এন্ড লার্নিং আউটকাম এটেইনমেন্ট শীর্ষক দুদিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টায় আইকিউএসির কনফারেন্স রুমে ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে উক্ত প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড.এম. কামরুজ্জামান। আইকিউএসির পরিচালক প্রফেসর ড. বিকাশ চন্দ্র সরকারের সভাপতিত্বে রিসোর্স পার্সন ছিলেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এর সদস্য প্রফেসর ড.এস.এম. কবির, আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ শাহ্ মইনুর রহমান।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান বলেন, আউটকাম বেজড এডুকেশন (ওবিই) এর কার্যক্রম বেশ আগে থেকেই শুরু হয়েছে এবং আস্তে আস্তে এটি বাস্তবায়নের প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছি। পৃথিবী খুবই গতিশীল, বিশেষ করে জ্ঞান চর্চার জায়গা, মানবসম্পদ উন্নয়নের কলাকৌশল, সব মিলিয়ে পৃথিবী দ্রুত এগিয়ে যাচ্ছে, কৌশল পরিবর্তিত হচ্ছে। উদ্দেশ্য হলো দক্ষ মানবসম্পদ তৈরি করা, এজন্য নতুন নতুন পদ্ধতি ও আইডিয়া উদ্ভাবিত হচ্ছে। যদিও ওবিই খুব যে নতুন তা না, তারপরও দক্ষ গ্র্যাজুয়েট তৈরিতে এটি খুবই কার্যকর ভূমিকা পালন করে। আইকিউএসি থেকে নিয়মিত প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। সবার মাঝে একটা জাগরণ সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে।
বিডি প্রতিদিন/এএ