গাইবান্ধায় ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে দ্বিতীয় ধাপে আগামীকাল মঙ্গলবার গাইবান্ধা সদর, পলাশবাড়ি ও গোবিন্দগঞ্জ উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে।
সোমবার নির্বাচন উপলক্ষে কেন্দ্রে কেন্দ্রে ভোট গ্রহণের জন্য ব্যালট বাক্সসহ অন্যান্য সরঞ্জামাদি পাঠানো হচ্ছে। মঙ্গলবার এসব ভোট কেন্দ্রগুলোতে ব্যালট পেপার পৌঁছে দেওয়া হবে। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের জন্য সকল ধরনের প্রস্তুতির কাজ সম্পন্ন হয়েছে বলে জানান জেলা নির্বাচন কর্মকর্তা।
গাইবান্ধার ৩টি উপজেলায় ১৫ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে গাইবান্ধা সদরে ৭ জন, পলাশবাড়িতে ৬ জন ও গোবিন্দগঞ্জে ২ জন। এ ছাড়া সদরে ভাইস চেয়ারম্যান ৮ জন, মহিলা ভাইস চেয়ারম্যান ৬ জন, পলাশবাড়িতে ভাইস চেয়ারম্যান ৩ জন, মহিলা ভাইস চেয়ারম্যান ৪ জন এবং গোবিন্দগঞ্জে ভাইস চেয়ারম্যান ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান ৭ জন।
বিডি প্রতিদিন/এমআই