নোয়াখালীতে সিরাজুল আলম খানের মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এই উপলক্ষ্যে মরহুমের বেগমগঞ্জের নিজ বাড়িতে আলোচনা সভা ও মরহুমের কবরে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়েছে।
এই উপলক্ষ্যে আজ রবিবার দুপুরে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) যুব পরিষদ নোয়াখালীর উদ্দেগ্যে ও জেএসডির জেলা সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম খোকনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেএসডি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোশারেফ হোসেন মন্টু, জেলা জেএসডির সাধারণ সম্পাদক নুর রহমান চেয়ারম্যান, মোহাম্মদ শাহাব উদ্দিন, নোয়াখালী জেলা প্রেস ক্লাব সাধারণ সম্পাদক, আবু নাসের মঞ্জু, নোয়াখালী জেলা প্রেস ক্লাব যুগ্ম সাধারণ সম্পাদক আকবর হোসেন সোহাগ, নাসির উদ্দিন বাদল, সিরাজুল আলম খান সেন্টার নোয়াখালী সম্বয়ক আবুল কালাম আজাদ (কাশ্মীর আজাদ), ও মজিবুর রহমান রুবেল। বীর মুক্তিযোদ্ধা নুর নবী মানিক, আলাউদ্দিন খাঁন চেয়ারম্যান, গোলাম রাব্বানী, প্রমুখ। বক্তাগণ সিরাজুল আলম খানের বর্ণাঢ্য জীবন নিয়ে আলোচনা করেছেন। এর আগে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা জেএসডি নেতারা।
বিডি প্রতিদিন/এএ