রাজবাড়ীর পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়ন থেকে ৩৬ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দুপুরে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার মজুদার তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতারকৃত দুই ব্যবসায়ী হলেন- চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার তেতুলিয়া গ্রামের পিয়ার আলীর ছেলে জামিরুল ইসলাম (৪০) ও গয়েশ্বরপুর গ্রামের আজিজুল ইসলামের ছেলে সেকেন্দার আলী (৩৫)। গ্রেফতারকৃত দুই আসামীকে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কের মাছপাড়া ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছে থাকা ৩৬ বোতল ফেন্সিডিল, দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়। জামিরুল ইসলামের বিরুদ্ধে ইতপূর্বে একটি মাদক মামলা রয়েছে বলে জানায় ওসি স্বপন কুমার মজুমদার।
বিডি প্রতিদিন/এএম