নড়াইল সদর উপজেলার সিংগাশোলপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান উজ্জ্বল শেখের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টায় গোবরা বাজার এলাকায় মানবন্ধন ও সমাবেশে এলাকার নারী-পুরুষ ও ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন গোবরা বাজারের ব্যবসায়ী মোহাম্মদ নুরুজ্জামান, হাফেজ মাওলানা আরেফ বিল্লাহ, মোসা: নাজমা খাতুন প্রমুখ। বক্তারা ও মানববন্ধনে অংশগ্রহণকারী নারী-পুরুষ সাবেক ইউপি চেয়ারম্যান উজ্জ্বল শেখের মুক্তির দাবি জানান।
বিডি প্রতিদিন/এএ