"স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক" প্রতিপাদ্য নিয়ে গোপালগঞ্জ জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন। আজ গোপালগঞ্জ সদর উপজেলা প্রশাসন যৌথ আয়োজনে সপ্তাহব্যাপী 'ভূমিসেবা সপ্তাহ' এর শুভ উদ্বোধন করেন গোপালগঞ্জ জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।
পরবর্তীতে ভূমি সেবা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মিজ ফারহানা জাহান উপমার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আল-বেলী আফিফা, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহসিন উদ্দিন। উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন জেলা এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও সেবাপ্রার্থীসহ সর্বস্তরের জনগণ।
উক্ত আলোচনা সভায় জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম প্রধান অতিথির বক্তব্যে শতভাগ স্বচ্ছতা ও সততার সাথে সকল ধরনের ভূমিসেবা প্রদানের নিশ্চয়তা প্রদান করেন। সেবাপ্রদানের অংশ হিসেবে সেবাপ্রার্থীদের হাতে খতিয়ান, মিসকেসের সংশোধিত খতিয়ান, বন্দোবস্ত নবায়ন কপি তুলে দেওয়া হয়।
জনসভা পরবর্তী শিক্ষার্থীদের মাঝে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এছাড়াও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। এ সময় প্রজেক্টরের মাধ্যমে ভূমিসেবা সংক্রান্ত বিভিন্ন ডকুমেন্টারি ও ভিডিও প্রদর্শন করা হয়।
বিডি প্রতিদিন/এএ