বিগত দিনে আন্দোলন-সংগ্রামে অংশ নিয়ে ক্ষতিগ্রস্থ নেতা-কর্মীদের সম্মাননা প্রদান ও মতবিনিময় সভা করেছে কৃষক দল। রবিবার বিকেল ফরিদপুরের মুন্সী আব্দুর রউফ পৌর অডিটোরিয়ামে এ মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের আয়োজনে এ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলে কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মাহাবুবুল হাসান পিংকু, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম, জেলা বিএনপির আহবায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, সদস্য সচিব একে এম কিবরিয়া স্বপন, ঢাকা মহানগর (উত্তর) মহিলা দলের আহবায়ক চৌধুরী নায়াব ইউসুফ, কৃষক দলের আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক আলমগীর কবির। পরে আন্দোলন-সংগ্রামে অংশ নেওয়া ক্ষতিগ্রস্থ ২১ নেতা-কর্মীকে কৃষক দলের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়।
ফরিদপুর জেলা বিএনপি, যুবদল, কৃষক দল, ছাত্রদলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। আন্দোলন-সংগ্রামে অংশ নেওয়া ক্ষতিগ্রস্থ ২১ নেতা-কর্মীকে সম্মাননা প্রদান করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল