রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের ডাঙ্গাহাতিমোহন গ্রামের তাহমিনা খাতুন (৩৫) নামে এক নারী আত্মহত্যা করেছেন। গত ১২ এপ্রিল রাত সাড়ে ১০টার দিকে ডাঙ্গাহাতিমোহন গ্রামের স্বামী ইব্রাহিম তালুকদারের বাড়ী থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
তাহমিনার পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, তাঁকে হত্যা করা হয়েছে। বালিয়াকান্দি থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে রাজবাড়ী মর্গে প্রেরণ করেন।
হত্যার সাথে জড়িত থাকার ব্যক্তিদের বিচার দাবি করেন নিহতের স্বজনেরা।
রবিবার দুপুরে বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসেন তাহমিনার আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গত ১২ এপ্রিল (শুক্রবার) রাতে জামালপুর ইউনিয়নের ডাঙ্গাহতিমোহন গ্রাম থেকে তাহমিনা খাতুন নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। নিহতের মরদেহ রাজবাড়ী মর্গে প্রেরণ করা হয়। দীর্ঘদিন পর ময়নাতদন্তের প্রতিবেদন থানায় এসেছে। সেটি বিশ্লেষণ করে দেখা গেছে তাহমিনা আত্মহত্যা করেছেন।
নিহতের স্বামী মো. ইব্রাহিম তালুকদার বলেন, মরদেহের ময়না তদন্তের প্রতিবেদনের বিষয়টি আমার জানা নেই।
বিডি প্রতিদিন/এএম