রাজবাড়ীর বালিয়াকান্দিতে সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ের মৃত্যু হয়েছে। রবিবার দুপুর ২টার দিকে উপজেলার নারুয়া ইউনিয়য়ের মৃগী-নারুয়া সড়কের বড় ঘি-কমলা এলাকায় পাইপ ভর্তি পিকআপ ও ব্যাটারী চালিত অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন- রাজবাড়ীর কালুখালী উপজেলার সাওরাইল গ্রামের অটোভ্যান চালক মো. হাসেম মন্ডল (৫০) ও তার মেয়ে হালিমা বেগম (২৭)। দুর্ঘটনায় বিউটি আক্তার (৩৪) নামে আরেক নারী আহত হয়েছেন। তাকে ফরিদপুর শেখ মুজিব মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জহুরুল ইসলাম বলেন, নারুয়া থেকে অটোভ্যানচালক মো. হাসেম মন্ডলের মেয়ে ও তার ভাস্তি বৌ অটোভ্যানে কালুখালীর দিকে যাচ্ছিলেন। অন্যদিকে কালুখালী থেকে নারুয়াগামী একটি পিকআপ ভ্যান বড় ঘি-কমলা মোড়ে অটোভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে বাবা-মেয়ে নিহত হয়।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসেন বলেন, পিকআপ ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। থানা পুলিশ ট্রাকটিকে আটক করেছে। তবে চালক ও তার সহযোগী পালিয়ে গিয়েছে।
বিডি প্রতিদিন/এএম