গাইবান্ধার গোবিন্দগঞ্জে মর্টার শেল সদৃশ একটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়ায় বস্তুটি পুলিশী পাহারায় গত ২৪ ঘণ্টা ধরে করতোয়া নদীর তীরেই রয়েছে। রবিবার দুপুরে এ রিপোর্ট লেখা পর্যন্ত গোবিন্দগঞ্জ থানা পুলিশ বোমা ডিসপোজাল ইউনিটের অপেক্ষায় ঘটনাস্থলে অবস্থান করছিলেন জানায় পুলিশ। এর আগে শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার গোশাইপুর এলাকায় করতোয়া নদী থেকে বোমা সদৃশ্য বস্তুটি উদ্ধার করে সেখানেই পুলিশি পাহাড়ায় রাখা হয়।
বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আ ফ ম আসাদুজ্জামান আসাদ বলেন, শনিবার বিকেলে করতোয়া নদীতে মাছ ধরার সময় স্থানীয় এক জেলের জালে উঠে আসে মর্টার শেল সদৃশ বস্তুটি। খবর পেয়ে মর্টার শেল সদৃশ বস্তুটি পুলিশ হেফাজতে নিয়ে তা পুলিশি পাহারায় করতোয়া নদী পাড়েই রাখা হয়েছে। তবে বস্তুটি তাজা না অকেজো জানেন না তিনি।
তিনি বলেন, বোমা ডিসপোজাল ইউনিটকে খবর দেয়া হয়েছে। তারা এলে পুরো বিষয় সম্পর্কে বিস্তারিত বলা যাবে।
বিডি প্রতিদিন/এএম