কোটা সংস্কার আন্দোলনে টাঙ্গাইলে পোস্ট অফিস, জেলা আওয়ামী লীগ অফিস ভাঙচুর ও পুলিশের সাথে পুরাতন বাসস্ট্যান্ড, নিরালার মোড়সহ কয়েকটি স্থানে সংঘর্ষে আন্দোলনকারী সাংবাদিক, পুলিশসহ অন্তত ৫০ জন আহত হয়। এদের মধ্যে কোটা সংস্কার আন্দোলনের টাঙ্গাইল জেলা সমন্বয়কারী কামরুল ইসলাম, সাংবাদিক মনির হোসেন, মোল্লা তোফাজ্জলসহ আহতরা টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবা গ্রহণ করেন।
ঘটনায় টাঙ্গাইলে চারটি থানায় তিন হাজার জনকে অজ্ঞাত আসামি করে ১১টি মামলা দায়ের করা হয়েছে। গত কয়েকদিনে ১৮৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
টাঙ্গাইল মডেল থানার ওসি তদন্ত সাদিকের রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
কোটাসংস্কার আন্দোলনকারীরা বৃহস্পতিবার দিনব্যাপী টাঙ্গাইল পোস্ট অফিস, জেলা আওয়ামী লীগ কার্যলয় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে তাণ্ডব চালায়।
বিডি প্রতিদিন/এএ