৮ আগস্ট, ২০২৪ ১৬:৫১

সুনামগঞ্জে ট্রাফিক নিয়ন্ত্রণে শিক্ষার্থীরা

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জে ট্রাফিক নিয়ন্ত্রণে শিক্ষার্থীরা

সুনামগঞ্জে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে মাঠে কাজ করছে শিক্ষার্থীরা। শেখ হাসিনার পতনের পর পুলিশের কর্মবিরতির কারণে সড়কে শৃঙ্খলা ফেরাতে শিক্ষার্থীরা মাঠে নামে। বৃহস্পতিবার সকাল থেকে সুনামগঞ্জ শহরের ট্রাফিক পয়েন্টসহ ব্যস্ততম এলাগুলোতে শিক্ষার্থীদের যান চলাচল সুশৃঙ্খল করতে দেখা যায়। 

এর আগে তারা কয়েকটি গ্রুপে ভাগ হয় শহরের ময়লা আবর্জনা পরিস্কার করে। এতে ঝকঝকে এক রূপ পায় সুনামগঞ্জ শহর। 
শিক্ষার্থীদের অপর একটি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং এ নামে। এসব কর্মসূচিতে বিভিন্ন স্কুল, কলেক ও মাদ্রাসার শিক্ষার্থীদের বিএনসিসি, রোবার স্কাউট ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।
শিক্ষার্থী ইফতিখার সাজ্জাদ পিয়াল বলেন, দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে না থাকায় আমরা শিক্ষার্থীরা এইসব কাজ করছি। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এটা চলমান থাকবে। 

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর