বগুড়ায় এখনো আগের মতো স্বাভাবিক হয়নি পুলিশের কার্যক্রম। জেলার ১২ উপজেলার ১২ থানায় পুলিশ কার্যক্রম শুরু করলেও থানার বাইরে তেমন কোন কার্যক্রম পরিচালনা করছে না। সীমিত আকারে সেনাসদস্যদের সহযোগিতা নিয়ে এই কার্যক্রম শুরু হয়েছে। এরমধ্যে বগুড়া সদর থানার মূলভবনে অগ্নিসংযোগ করায় ও থানার কার্যক্রম পরিচালনার মত কোন পরিবেশ না থাকায় এসপি অফিসের পাশের ডিবি কার্যালয়ে সদর থানার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এখনো স্বাভাবিক হয়নি জেলা শহরের ৮টি পুলিশ ফাঁড়ির কার্যক্রম।
জানা যায়, গত ৫ আগস্ট হাসিনা সরকার প্রধান পদত্যাগ করলে বিক্ষুব্ধ ছাত্র জনতা বগুড়ার বিভিন্ন এলাকায় থানা ও পুলিশ ফাঁড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ করে। এসময় লুটপাটের ঘটনা ঘটে। লুট হয়ে যায়, থানার ডেস্কটপ, ল্যাপটপ, আসবাবপত্র, প্রয়োজনীয় কাগজপত্র, অস্ত্র ও পুলিশি কাজের যানবহান, বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র। আগুনে পুড়েছে বগুড়া সদর থানা, দুপচাঁচিয়া থানা, বগুড়া সদর ফাঁড়ি, বগুড়ার উপশহর পুলিশ ফাঁড়ি। ৫ আগস্ট বিকালে বগুড়া সদর থানায় আটকে পড়া ৩০ পুলিশ সদস্যকে ছাত্র জনতার রোষানল থেকে সেনা সদস্যরা উদ্ধার করে নিয়ে যায়। পরপরই বিক্ষুব্ধ ছাত্র জনতা থানা আগুনে পুড়িয়ে দেয়।
প্রায় ৫ দিন পর সীমিত আকারে কাজে ফিরেছে পুলিশ ও ট্রাফিক পুলিশ সদস্যরা। থানায় ফেরার পর বগুড়া সদর থানা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে।
এদিকে এখনো স্বাভাবিক হয়নি জেলা শহরের ৮টি পুলিশ ফাঁড়ির কার্যক্রম। রাতের বেলায় ছিনতাই ও চুরির আতঙ্ক বিরাজ করছে সাধারণ মানুষের মাঝে।
বগুড়া জেলা পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, বগুড়া সদর থানা পরিষ্কারের কাজ চলছে। দ্রুত সময়ের মধ্যে বগুড়া সদর থানার কার্যক্রম শুরু করা হবে। যদিও এখন সীমিত আকারে কাজ চলছে। পরিস্থিতি বুঝে আবারও আগের মত দেশের কল্যাণে কাজ করবে পুলিশ। বিগত সময়ে বিশেষ একটি দলের জন্য যে ভুল হয়েছে তা পুলিশ আর করবে না। এখন পুলিশ জনতার জন্য কাজ করবে। বগুড়ার ১২টি থানায় পুলিশ সদস্যরা সীমিত আকারে কাজ শুরু করেছে। বগুড়ায় সড়কে যানজট নিরসনে কাজ শুরু করেছে ট্রাফিক পুলিশ। সকাল থেকেই শহরের বিভিন্ন স্থানে ট্রাফিক পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে। শিক্ষার্থীদের পাশাপাশি পুলিশ মাঠে নেমে কাজ করায় স্বস্তি ফিরেছে জনমনে। গেল কয়েকদিন ধরেই ট্রাফিক পুলিশ না থাকায় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যানজট নিরসনে শহরে কাজ করছে। তাদের সাথে ফায়ার সার্ভিসের কর্মীরাসহ স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরাও কাজ করছে। ট্রাফিক পুলিশ মাঠে থাকলেও শিক্ষার্থীরা তাদের সাথেই কাজ করছে।
বগুড়া পুলিশ সুপার মোঃ জাকির হোসেন জানান, বগুড়া সদর থানায় পুলিশের বসার ও জনগণের সেবার জন্য পরিষ্কার করা হচ্ছে। যে অস্ত্র লুট হয়েছে তার হিসাব চলছে। বগুড়া সদরের সদর ফাঁড়ি, ফুলবাড়ি ফাঁড়ি, উপশহর ফাঁড়ি, স্টেডিয়াম ফাঁড়ি, কৈগাড়ী ফাঁড়ি, নারুলি, বনানী, মেডিকেল পুলিশ ফাঁড়ির কার্যক্রম দ্রুত সময়ে শুরু করা হবে। তিনি আরো জানান, সারা দেশে মোট-৬৩৯টি থানা আছে। এর মধ্যে ৬২৮টি থানার কার্যক্রম শুরু। এর মধ্যে মেট্রোপলিটন এলাকায় ১১০টি। এবং জেলায় ৫২৯টি থানার মধ্যে ৫২০টি থানার কার্যক্রম শুরু হয়েছে।
বিডি প্রতিদিন/নাজমুল