শিরোনাম
৮ সেপ্টেম্বর, ২০২৪ ১৪:৫২

পিডিবির প্রিপেইড মিটারে সংযোগে অনিয়মের বিরুদ্ধে গ্রাহকদের মানববন্ধন

বরগুনা প্রতিনিধিঃ

পিডিবির প্রিপেইড মিটারে সংযোগে অনিয়মের বিরুদ্ধে গ্রাহকদের মানববন্ধন

পিডিবির প্রিপেইড মিটার সংযোগ দিতে গ্রাহকদের কাছ থেকে ৬৫০০ টাকা জমা দিয়ে আবার ২০০০ হাজার টাকা করে মিটার প্রতি জমা দিতে হচ্ছে; একই সময় ২ হাজার টাকা মিটারে রিচার্চ করার নামে অর্থ আত্মসাৎ, হয়রানি ও বিদ্যুৎ বিভাগের দুর্নীতি ও হয়রানির বিরুদ্ধে আজ বরগুনা প্রেস ক্লাব চত্ত্বরে ঢলুয়া ইউনিয়নের সহস্রাধিক বিদ্যুৎ গ্রাহক মানববন্ধন করে।

মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন ডাঃ মোহাম্মদ জহিরুল ইসলাম সৌরভ, সাবেক ইউপি সদস্য আবু বাসেত, আঃ মজিদ হাওলাদার, ইউপি সদস্য রাসেল মৃধা, মিজানুর রহমান, সালাম খান, মোঃ পনু মৃধা প্রমুখ। পরে বিক্ষোভসহ ওজিপাডিকো কার্যালয়ে বিদ্যুৎ গ্রাহকরা অবস্থান করে নির্বাহী প্রকৌশলীর মাধ্যমে স্মারকলিপি পেশ করে।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর