৯ সেপ্টেম্বর, ২০২৪ ০৬:১৪

গণবিপ্লবের চেতনাকে ধারণ করে বিএনপি নতুন বাংলাদেশ গড়তে অঙ্গীকারবদ্ধ- প্রিন্স

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি

গণবিপ্লবের চেতনাকে ধারণ করে বিএনপি নতুন বাংলাদেশ গড়তে অঙ্গীকারবদ্ধ- প্রিন্স

 বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, রাষ্ট্র মেরামতে তারেক রহমানের কর্ম পরিকল্পনা নতুন বাংলাদেশ গড়ায় তারুণ্যের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে এবং একই সাথে রাষ্ট্র ও রাজনীতিতে পরিবর্তন আনবে।

আজ (৮ সেপ্টেম্বর) বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার পূর্ব গোবরাকুড়া বল খেলার মাঠে পূর্ব গোবড়াকুড়া বারো দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে এমরান সালেহ প্রিন্স বলেন, বিএনপি সব সময় পরিবর্তনকে স্বাগত জানায় । ছাত্র-জনতার গণ বিপ্লবের চেতনাকে ধারণ করে বিএনপি নতুন বাংলাদেশ গড়তে অঙ্গীকারবদ্ধ।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এবং বেগম খালেদা জিয়ার কথা উল্লেখ করে বলেন, তারা হতাশা এবং অবক্ষয়ে নিমজ্জিত যুব সমাজকে জাতীয় উন্নয়নে সম্পৃক্ত করে দেশ গঠনে অগ্রণীভূমিকায় অবতীর্ণ করেছিলেন। তাদের পদাঙ্ক অনুসরণ করে তারেক রহমান যুব সমাজের মেধা,শ্রমে জণগণের কাঙ্ক্ষিত বৈষম্যহীন স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে চান। সকলের জন্য শিক্ষা ,চিকিৎসা, যোগ্যতার ভিত্তিতে কর্মসংস্থান এবং ধর্মীয় মূল্যবোধ,দেশীয় সংস্কৃতি ও ক্রীড়া চর্চ্চায় কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা বিএনপির রাষ্ট্র মেরামতের অন্যতম উপাদান।

এসময় বিএনপি নেতা অধ্যাপক মেহেবুবুর রহমান মুকুল, রফিকুল ইসলাম , মোরশেদ আলম,তাজুল ইসলাম , ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি আসাদুজ্জামান আসিফ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলিমুল ইসলাম,পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান দুলাল,সদস্য সচিব আসাদুজ্জামান সুজন, জেলা যুব দলের সহ সভাপতি তারিকুল ইসলাম চঞ্চল, বিভাগীয় শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা সভাপতি আব্দুল গণি, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাইমুর আরেফীন পাপন, পৌর ছাত্রদলের আহ্বায়ক নুরে আলম জনি,সদস্য সচিব তাজবীর হোসেন অন্তর প্রমুখ উপস্থিত ছিলেন। 

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর