শিরোনাম
৯ সেপ্টেম্বর, ২০২৪ ২১:২৮

সাবেক মেয়র মতিনকে পৌর বিএনপির সদস্য পদ থেকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

সাবেক মেয়র মতিনকে পৌর বিএনপির সদস্য পদ থেকে অব্যাহতি

মতিয়ার রহমান মতিন

বগুড়ার শিবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মতিয়ার রহমান মতিনকে পৌর বিএনপির নির্বাহী সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সোমবার শিবগঞ্জ পৌর বিএনপির সভাপতি মো. বুলবুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. আব্দুল করিম এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

বিবৃতিতে বলা হয়, পৌর বিএনপির নির্বাহী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে দীর্ঘদিন রাজনীতি ও আন্দোলনে অনুপস্থিত, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে ফ্যাসিস্ট সরকারের দোসরদের সাথে আঁতাত করে পাতানো নির্বাচনে সহযোগিতা করেছিলেন মতিন।

এ ছাড়া বিনা ভোটে নির্বাচিত এমপিকে ঢাক-ঢোল পিটিয়ে বরণ করে নেওয়াসহ তার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া বিভিন্ন দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডের প্রমাণ পাওয়ায় শিবগঞ্জ পৌর বিএনপির নির্বাহী সদস্য ও সাবেক মেয়র মতিয়ার রহমান মতিনকে তার সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর