৯ সেপ্টেম্বর, ২০২৪ ২২:৩২

ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি আইনি সহায়তা বিষয়ক গণশুনানি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি আইনি সহায়তা বিষয়ক গণশুনানি

ব্রাহ্মণবাড়িয়া জেলা লিগ্যাল এইড অফিসের উদ্যোগে সদর উপজেলার নাটাই ইউনিয়ন পরিষদ কার্যালয়ের মিলনায়তনে প্রাতিষ্ঠানিক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। সোমবার গণশুনানি সঞ্চালনা করেন জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ রহিমা আলাউদ্দিন মুন্নি।

নাটাই উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাইদের সভাপতিত্বে এতে উত্তর ইউনিয়ন পরিষদের সদস্যরা ও স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জেলা লিগ্যাল এইড অফিসার বিকল্প বিরোধ নিষ্পত্তির গুরুত্ব ও সুফল সম্পর্কে সাধারণ মানুষদের অবহিত করেন। গরিব দুঃখী ও অসহায় মানুষ কীভাবে আইনি সহায়তা ও আইনি পরামর্শ পাবে, সে সম্পর্কে আলোচনা করেন।

তিনি উপস্থিত জনতার বিভিন্ন আইনি সহায়তা বিষয়ক প্রশ্নের উত্তর দেন। জাতীয় হেল্প লাইন নম্বরে (১৬৪৩০) টোল-ফি ছাড়া ফোন করে সরকারি আইনগত সহায়তা বিষয়ে ও বিকল্প বিরোধ নিষ্পত্তি সম্পর্কে একজন নাগরিক জানতে পারবেন বলেও জানানো হয়।

এ ছাড়াও সহজে বোধগম্য হওয়ার জন্য আইনি সহায়তা বিষয়ক নাটিকা ‘প্রমাণিত ও অপ্রমাণিত আইনের সহজপাঠ’ প্রদর্শন করা হয়।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর