ময়মনসিংহের তারাকান্দায় পানিতে ডুবে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ফজলুল হকের মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। ফজলুল হক তারাকান্দা উপজেলার বালিখা ইউনিয়নের মাসকান্দা গ্রাম নিবাসী।
জানা যায়, তিনি মৃগী রোগী ছিলেন। পুকুরে গোসল করতে নামলে হঠাৎ তার অসুস্থতা বেড়ে যায়। তখন তার পাশে কেউ না থাকায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পরিবারের লোকজন টের পেয়ে তার মরদেহ উদ্ধার করে। তারাকান্দা থানার ওসি ওয়াজেদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বিডি প্রতিদিন/এএ