শিরোনাম
১৬ সেপ্টেম্বর, ২০২৪ ২০:৫১

ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

ফেনী প্রতিনিধি

ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল এলাকা থেকে শাহানা (৪৫) ও মো. গিয়াস উদ্দিন প্রকাশ দিদার  (৪২) নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তাদের  কাছ থেকে ৩৮'শত পিস ইয়াবা উদ্ধার করা হয়। 

সোমবার বিকেল আনুমানিক ৫ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেপ্তারকৃত মো. গিয়াস উদ্দিন প্রকাশ দিদার চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পূর্ব চাম্বল গ্রামের মোক্তার আহমদের ছেলে ও শাহানা একজন রোহিঙ্গা নাগরিক। 

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো.আবু তাহের। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মাদক কারবারিরা শহরের মহিপাল এলাকায় অবস্থান করছে। পরে তাদেরকে আমরা আটক করি। তল্লাশিকালে তাদের কাছ থেকে ৩৮'শ পিস ইয়াবা পাওয়া যায়। এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আইনে  মামলা দায়ের করা হয়েছে।                                        

 

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর