শার্শায় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা
শারদীয় দুর্গা পূজা উপলক্ষ্যে যশোরের শার্শা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা অডিটোরিয়ামে সভাটি অনুষ্ঠিত হয়।
শার্শা উপজেলা নির্বাহী অফিসার কাজী নাজিব হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রতি বছরের ন্যায় এবারও উপজেলার ২৪টি পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে জানা যায়।
শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে ব্যাপক রাজনৈতিক দলের সহযোগিতা কামনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করাসহ সব ধরনের অপতৎপরতা ঠেকাতে পুলিশের পাশাপাশি আনসার ও ভিডিপি সদস্যরা কাজ করবে।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ইয়াসমিন, নাভারন সার্কেলের সিনিয়র এএসপি নিশাত আল নাহিয়ান, উপজেলা প্রাণিসম্পদ অফিসার বিনয় কৃষ্ণ মন্ডল, শার্শা থানার অফিসার ইনচার্জ শেখ মোঃ মনিরুজ্জামান, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত, শার্শা উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব খায়রুজ্জামান মধু।
বিডি প্রতিদিন/এএ