নারায়ণগঞ্জে বকেয়া বেতন পরিশোধসহ ত্রি-পক্ষীয় ১৮ দফা চুক্তি বাস্তবায়নের দাবিতে অনশন কর্মসূচি পালন করেছে পোশাক কারখানার শ্রমিকরা। সোমবার (৭ অক্টোবর) বেলা সাড়ে ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত শহরের চাষাঢ়া এলাকার বিকেএমইএ কার্যালয়ের সামনে এই অনশন কর্মসূচি পালন করেন তারা।
এর আগে চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে একটি মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিকেএমইএ এসে শেষ হয়।
শ্রমিকদের সাথে কথা বলে জানা যায়, সরকার পতনের আন্দোলনের সময় থেকে এখন পর্যন্ত ফতুল্লার বিসিক শিল্পাঞ্চল ও আশেপাশে অবস্থিত অন্তত ৪ থেকে ৫ টি পোশাক কারখানায় তিন মাস ধরে শ্রমিকদের বেতন দেয়া হচ্ছে না। শ্রমিকদের বেতন বকেয়ার পাশাপাশি নিটিং ডাইং বিভাগের কর্মকর্তা কর্মচারিদের ছয় মাসের বেতনও বকেয়া রয়েছে।
এ ব্যাপারে শ্রমিকরা জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিলেও মালিকপক্ষের টনক নড়েছে না। বার বার আশ্বাস দিয়েও বেতন পরিশোধ না করে মালিকপক্ষ প্রতারণাসহ নানাভাবে হুমকি দিচ্ছেন। এ অবস্থায় পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন কারখানাগুলোর শ্রমিক কর্মচারিরা।
এদিকে অবিলম্বে সকল বকেয়া বেতন পরিশোধ না করলে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাওসহ আরও কঠোর আন্দোলন কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিকরা। আর এই পরিস্থিতির জন্য শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ বিকেএমইএ কর্তৃপক্ষকে দায়ী করছেন।
অনশন কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল, শ্রমিক জাগরণ মঞ্চের জাহাঙ্গীর আলম গোলক প্রমুখ।
তবে অভিযোগ ভিত্তিহীন দাবি করে বিকেএমইএ'র সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, বিগত আন্দোলন ও বন্যা পরিস্থতিসহ ব্যাংক আর্থিক সহযোগিতা না করায় কারখানাগুলোতে উৎপাদন বন্ধ ছিল। ফলে মালিকপক্ষ নিরুপায় হয়ে শ্রমিকদের বেতন দিতে পারছেন না। তবে চলতি মাসের মধ্যে শ্রমিকদের অন্তত দুই মাসের বকেয়া বেতন পরিশোধের ব্যবস্থা করা হবে।
বিডি প্রতিদিন/হিমেল