সারাদেশের ন্যায় কুড়িগ্রামেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের মহাসপ্তমী পালিত হচ্ছে। এ উপলক্ষে পূজার অনুসারী ও ভক্তরা তাদের নিজ নিজ পূজামণ্ডপে গিয়ে পূজা অর্চনা করেন।
এদিকে, যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলাজুড়ে জেলা প্রশাসন ও জেলা পুলিশ কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। পুলিশের পাশাপাশি সাদা পোশাকে ডিবি, র্যাব, আনসার, বিজিবিসহ সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণ সকল পূজামণ্ডপে কড়া নজরদারি রেখেছেন।
বৃহস্পতিবার দুপুরের পর জেলার নাগেশ্বরী ও ফুলবাড়ী থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা ও জেলা পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান। এ সময় তাদের সাথে উপস্থিত ছিলেন বিজিবির সদস্য ও আনসারের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
জেলা প্রশাসক ও পুলিশ সুপার সকল পূজামণ্ডপে গিয়ে সনাতন ধর্মের নাগরিক, পূজামণ্ডপের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবকদের সাথে কথা বলেন এবং বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।
বিডিপ্রতিদিন/কবিরুল