যানজট নিরসনে বিভিন্ন সংগঠনের সমন্বয়ে বেনাপোল পৌরসভা মিলনায়তনে এক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার ও বেনাপোল পৌরসভার নিবার্হী কর্মকর্তা নুসরাত ইয়াসমিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বেনাপোল পৌর বিএনপির সভাপতি সভাপতি নাজিম উদ্দিন, বেনাপোল জামাতের আমির রেজাউল করিম, ট্রান্সপোর্ট মালিক সমিতির সভাপতি আতিকুজ্জামান সনি, বেনাপোল প্রেসক্লাবের সাধারন সম্পাদক বকুল মাহবুব, কাস্টমস সুপার মিজানুর রহমান, পরিবহন মালিক সমিতির সভাপতি মুসলেমউদ্দীন পাপ্পু বিজবির সুবেদার ফরিদ উদ্দিন, সাবেক কাউন্সিলর শাহাবুদ্দিন, শিক্ষক প্রতিনিধি আব্দুল মান্নান, হাইওয়ে থানার ওসি রোকন উদ্দিন প্রমুখ।
বক্তারা ভারতীয় ট্রাক দ্রুত সময়ে ভারতে ফেরতের জন্য বিএসএফের সহযোগিতা এবং বেনাপোল বাস টার্মিনাল চালু করার বিষয়ে মতামত প্রকাশ করেন।
বিডি প্রতিদিন/আশিক