ভোলার চরফ্যাশনে বাড়ি ফেরার পথে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার হাজারীগঞ্জ ও পার্শ্ববতী এওয়াজপুরে বজ্রপাতের ঘটনাটি ঘটে।
মারা যাওয়া দুইজন হলেন- শশীভূষণ থানাধীন এওয়াজপুর ৩নং ওয়ার্ডের শশীভূষণ সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক মোশারফ হোসেন লিটন (৩৫) ও চর-ফকিরা গ্রামের বাসিন্দা রফিজল মাঝির ছেলে মো.শিহাব (১৩)।
স্থানীয় লোকজন জানান, বিকেলে বৃষ্টির মধ্যে তারা বাড়ি ফিরছিলেন। এসময় হঠাৎ বজ্রপাত হলে তারা মারা যান।
শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/নাজিম