ময়মনসিংহের ফুলপুরে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করা হয়েছে। ফুলপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বুধবার বিকাল ৪টার দিকে এ উপলক্ষে জনসভা ও র্যালি করা হয়।
র্যালিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা মিছিল সহকারে দলে দলে এসে যোগ দেন। কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।
এসময় ফুলপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য সিদ্দিকুর রহমান, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক পৌর বিএনপি নেতা মাহবুবুর রহমান মোস্তফা, টানা তিনবারের নির্বাচিত ইউপি চেয়ারম্যান রুকনুজ্জামান রুকন প্রমুখ উপস্থিত ছিলেন। এ ছাড়াও ফুলপুর উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও এর সকল অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই