কুমিল্লার মুরাদনগর হাসপাতালে রোগী বাড়লেও বাড়েনি শয্যা। ৭ লাখ মানুষের জন্য রয়েছে ৫০টি শয্যা!। রোগীর চাপ বেশি থাকায় চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। মেঝেতে মাদুর কিংবা চাদর বিছিয়ে রোগী ভর্তি নিচ্ছে। ৫০ শয্যার এই হাসপাতালে প্রতিদিনই গড়ে ৭০এর বেশি রোগী ভর্তি থাকে। এমনকি প্রয়োজনের তুলনায় নেই চিকিৎসক।
হাসপাতাল সূত্রে জানা যায়, ১৯৬৮ সালে হাসপাতালটি প্রতিষ্ঠিত হয়। প্রায় ৭ লাখ জনপদের জন্য ৫০ শয্যার একমাত্র স্বাস্থ্য কমপ্লেক্স হওয়ায় রোগীর চাপ থাকে বেশি। প্রতিদিন বর্হিবিভাগে গড়ে রোগী হয় ৬০০ থেকে ৭০০ এবং আন্তঃবিভাগে রোগী ভর্তি থাকে ৬০-৭০ জন।
এছাড়া জরুরি বিভাগে দৈনিক গড়ে ৭০ জন রোগী চিকিৎসা নিয়ে থাকেন। বেড সংকটের কারণে হসপাতালের বারান্দা ও মেঝেতে চিকিৎসা দেওয়া হয়। একসময় প্রসূতির সিজার হতোনা। এখন প্রতিমাসে স্বাভাবিক ডেলিভারির পাশাপাশি গড়ে ১০/১২ টি সিজার করানো হয়। আন্তঃবিভাগ ও বহিঃর্বিভাগে রোগীর চাপ বাড়ছে, কিন্তু হাসপাতালের শয্যা বাড়েনি। স্বাস্থ্য কমপ্লেক্স ও উপ-স্বাস্থ্য কমপ্লেক্সে মিলে মোট ৩৭ জন চিকিৎসক থাকার কথা। এদের মধ্যে ১০ জন বিশেষজ্ঞ চিকিৎসক ও ২৭ জন মেডিক্যাল অফিসার। সব মিলিয়ে আছে মাত্র ১৫ জন। ১৫ জন চিকিৎসক দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল ও ৭ টি উপ-স্বাস্থ্য কেন্দ্র।
হাসপাতাল ঘুরে দেখা যায়, সকাল থেকে টিকিট কাউন্টারে দীর্ঘ লাইন। পাঁচজন চিকিৎসক বহিঃর্বিভাগে রোগী দেখছেন। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়াতে হচ্ছে রোগীদের। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে না পেরে অনেকেই মেঝেতে বসে পড়ছেন।
আব্দুল হক নামে এক রোগী বলেন, জ্বর, মাথা ব্যথা ও কাশির সমস্যা নিয়ে এসেছি। প্রায় আধা ঘণ্টা ধরে বসে আছি এখনও সিরিয়াল পাইনি। আরও ঘণ্টাখানেক লাগবে।
নারী ও শিশু ওয়ার্ডে গিয়ে দেখা যায়, সকল বেডেই রোগী পরিপূর্ণ। বেড না পেয়ে চাটাইয়ে শুয়ে আছেন এক নারী পাশেই তার সন্তান। পৈয়াপাথর থেকে এসেছেন। ঠান্ডা থেকে বাচ্চার নিউমিনিয়া চলে আসছে।
নবীপুর পূর্ব ইউনিয়নের গুঞ্জর গ্রামের আব্দুল আলীম (৫৫) ও ছাত্র সজিব (২১) নাক-কানের সমস্যা নিয়ে হাসপাতালে আসেন। কিন্তু ডাক্তার না থাকায় মন খারাপ করে ফিরে যাচ্ছেন। তাঁরা বলেন, ‘ নাকের মাংস বেড়ে গেছে। কানের ব্যাথা নিয়ে আসছি। এসে শুনি ডাক্তার নেই। রোগ নিয়ে বসে থাকা যায়না। তাই এখন আবার দেবিদ্বার অথবা কুমিল্লা যেতে হবে।
মুরাদনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. এনামূল হক জানান, জনসংখ্যার আনুপাতিক হারে চিকিৎসা সেবা দিতে শয্যা সংখ্যা বাড়ানো যেতে পারে। চিকিৎসক সংকট আছে। ১৪ টি চিকিৎসক পদ শূন্য। ৪ জন প্রেষণে আবার ৪ জন বিনাঅনুমতিতে দীর্ঘদিন অনুপস্থিত। চারজনের ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দিয়ে অবগত করা হয়েছে। সীমিত সামর্থ্যরে মধ্যে যথাসম্ভব রোগীদের সেবা দেওয়া হচ্ছে।
বিডি প্রতিদিন/আশিক