পটুয়াখালীর কলাপাড়ায় গাজা ও ফেনসিডিলসহ সুজন (৩০) নামের এক মাদককারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ রবিবার সকালে মহিপুর থানা পুলিশ আলীপুর থ্রী পয়েন্ট এলাকা থেকে তাকে গ্রেফতার করে। সুজন চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানার গ্যারাপারা গ্রামের বাসিন্দা আ: মন্নান হাওলাদারের ছেলে।
পুলিশ জানায়, তার সাঙ্গে থাকা কালো একটি স্কুল ব্যাগে হলুদ পলিতে মোড়ানো ৪ টি পোটলায় ৬ কেজি গাজা ও ২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
মহিপুর থানার ওসি মো.তরিকুল ইসলাম বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত মাদককারবারীকে আদালতে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/জামশেদ