শরীয়তপুর ডামুড্যা উপজেলার ধানকাটি ইউনিয়নের ডামুড্যা কালকিনি সড়কের পাশে পড়ে থাকা ব্যাগে ৯টি বোমা সদৃশ বস্তু লক্ষ্য করা গেছে। সোমবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ৫ টার দিকে এ ব্যাগগুলো দেখতে পায় স্থানীয়রা।
পরে পুলিশকে খবর দিলে সকাল ৯ টার দিকে ঘটনাস্থলে আসে ডামুড্যা থানার পুলিশ। তারা এসে বোমা ডিসপোজাল টিমকে খবর দেয়। বোমা ডিসপোজাল ইউনিটি ঘটনাস্থলে রওয়া দিয়েছে বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, সকালে ঘুম থেকে উঠে বোমা সদৃশ বস্তুগুলো ব্যাগের ভেতরে পড়ে থাকার বিষয়ে জানতে পারে। আতংক সৃষ্টির লক্ষ্যে এগুলো রাখা হয়েছে বলে ধারণা করেন স্থানীয়রা।
ডামুড্যা থানার এস আই মো. ইয়ার হোসেন জানান, কালো স্কচটেপ দিয়ে মোড়ানে বোমা সদৃশ বস্তু বস্তু। বোমা ডিসপোজাল টিমকে খবর দিয়েছি। তারা আসছে।
বিডি প্রতিদিন/হিমেল