নারায়ণগঞ্জের ফতুল্লা থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন মাসুমকে (৫৪) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১১ নভেম্বর) বিকেলে তাকে আদালতে নেওয়া হলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. হায়দার আলী কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে রোববার রাতে তাকে ফতুল্লার ইসদার বুড়ির দোকান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মোশারফ হোসেন মাসুম ফতুল্লা মডেল থানার পূর্ব ইসদাইরের মনসুর আহম্মেদের ছেলে ও সাবেক আওয়ামী লীগ নেতা মৃত মাহাতাব উদ্দিন লালের ছোট ভাই।
কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইয়ুম খান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় হৃদয় নামে একজনকে আহত হওয়ার ঘটনায় দায়েরকৃত মামলায় মোশারফ হোসেন মাসুমকে গ্রেফতার দেখানো হয়েছে। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কমকর্তা শরিফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাতে ফতুল্লার পূর্ব ইসদাইর বুড়ির দোকান এলাকায় অভিযান চালিয়ে মাসুমকে গ্রেফতার করা হয়েছে। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত হৃদয় নামে একজনের দায়েরকৃত মামলার সন্দেহভাজন আসামি।