৩৩তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে বগুড়ায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় বরগুনা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে একটি র্যালি বের করা হয়।
র্যালিটি প্রশাসনিক চত্বর প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সুবর্ণ জয়ন্তী মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।
উপ-পরিচালক সমাজসেবা মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. শফিউল আলম। আলোচনায় অতিরিক্ত জেলা প্রশাসক অনিমেষ বিশ্বাস,সহকারী পরিচালক সমাজসেবা মো. ইউসুফ আলী, প্রতিবন্ধী ডেভলবমেন্ট ফেডারেশনের প্রধান পৃষ্ঠপোষক মো. হাসানুর রহমান ঝন্টু, উন্নয়ন সহযোগী সংগঠন সিপিডিবির নির্বাহী পরিচালক জাকির হোসেন মিরাজ এবং প্রতিবন্ধীদের পক্ষ থেকে মনিরুল ইসলাম অংশ নেন।
বিডি প্রতিদিন/নাজিম