বগুড়ায় তিন হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতা আলিম উদ্দিনকে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। রবিবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার দাড়িয়াল এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আলিম উদ্দিন বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি এবং নুনগোল ইউপির সাবেক চেয়ারম্যান।
বগুড়া ডিবির ইনচার্জ মুস্তাফিজ হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দাড়িয়াল নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। আলিম উদ্দিনের বিরুদ্ধে ৫ আগস্টের পরে তিনটি হত্যা মামলা আছে।
বিডি প্রতিদিন/নাজিম