নানা কর্মসূচির মধ্য দিয়ে চাঁদপুরে পালিত হলো আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৪। আজ সোমবার (৯ ডিসেম্বর) সকালে জেলা সার্কিট হাউজে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় দিবসের কর্মসূচি। এরপর আয়োজনের মধ্যে ছিল বেলুন-ফেস্টুন উড্ডয়ন, মানববন্ধন ও আলোচনা সভা। জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি দমন কমিশন যৌথভাবে দিবসটি পালনে এসব অনুষ্ঠানের আয়োজন করে।
দুর্নীতিবিরোধী দিবসে এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে ছিলেন পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ড. কাজী হাশেম।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
বিডি প্রতিদিন/জামশেদ