দক্ষিণ-পশ্চিমের জেলা চুয়াডাঙ্গায় জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় জনজীবনে নেমে আসছে দুর্ভোগ। শুক্রবার চুয়াডাঙ্গার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। যা মৃদু শৈত্যপ্রবাহ হিসেবে প্রভাব ফেলছে। এসময় বাতাসের আর্দ্রতা ছিলো ৮৮ শতাংশ।
এছাড়াও জেলাটিতে শীতে মাঝরাত থেকে ঘন কুয়াশায় ঢেকে থাকছে। সকাল থেকে কখনও কখনও দুপুর পর্যন্ত কুয়াশা থাকছে। সেই সাথে যুক্ত হয়েছে হিমেল হাওয়া। এতে শীতের তীব্রতা বেড়ে যাচ্ছে। ফলে খেটে খাওয়া মানুষের দুর্ভোগ বাড়ছে।
শীতের কারনে হাসপাতালগুলো শীতজনিত রোগির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে রোটা ভাইরাসজনিত রোগির সংখ্যা বেশি আসছে হাসপাতালে। যার বেশির ভাগই শিশু ও বয়স্ক রোগি। চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহে অন্তত তিন শতাধিক রোগি শীতজনিত অসুখে হাসপাতালে ভর্তি হয়েছে।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রকিবুল হাসান জানান, এবার পৌষের আগেই শীত শুরু হয়েছে। ক্রমেই শীতের তীব্রতা বাড়ছে। ধীরে ধীরে তাপমাত্রা আরো কমবে। তাছাড়া ভৌগলিক কারণেই চুয়াডাঙ্গা জেলায় শীত বেশি পড়ে।