‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানে ৫১ দিনব্যাপী জয়পুরহাটে শুরু হয়েছে তারুণ্যের উৎসব। সোমবার (৩০ ডিসেম্বর) বিকালে শহরের শহীদ ডাঃ আবুল কাশেম ময়দান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে সার্কিট হাউজ মাঠে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী।
প্রধান উপদেষ্টার কার্যালয়ের তত্ত্বাবধানে এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে উৎসবের বর্ণাঢ্য শোভাযাত্রায় ভারপ্রাপ্ত পুলিশ সুপার কে এম এ মামুন খান চিশতি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিপুল কুমার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তৃপ্তি কণা মন্ডল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সবুর আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির সিনিয়র আহ্বায়ক মাসুদ রানা প্রধান অংশ নেন।
বিডি প্রতিদিন/এএ